সৌগত মন্ডল, বীরভূম :- বীরভূমের সিউড়ির কেন্দুয়ার কাছে ময়ূরাক্ষী শাখা ক্যানেলে আজ বিকাল ৫ টার সময় তিন বন্ধুতে স্নান করতে নামে। তার মধ্যে একজন সিউড়ি ডাঙ্গাল পাড়ার বাসিন্দা মন্টি ভট্টাচার্য (২০) নামে এক যুবক জলে তলিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছেছে। এখনো দেহ পাওয়া যায় নি। এই মুহূর্তে ঘটনাস্থলে প্রচুর পুলিশ রয়েছেন। এখন যুবকের খোঁজ মেলেনি।