সমরেশ রায়, কলকাতা :- ৩০শে জুন মহেশ্বরী ডাটামেটিক কোন বনেগা সুপারস্টার আয়োজিত বিদ্যামন্দির অডিটোরিয়ামে। দুপুর ১২টা থেকে শুরু হয় গ্রান্ড ফাইনাল শোলো ডান্স, সিংগিং ডান্স, গোল ডান্সিং, গ্রুপ ডান্সিং ও বাদ্যযন্ত্রের ট্যালেন্ট। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। নিজ নিজ পারফরম্যান্স দেখান এবং সেরা খেতাব ছিনিয়ে নেন কয়েকজন। উপস্থিত ছিলেন মিস রুপালী মেহেতা মিস ইন্ডিয়া।