*পুরুলিয়াতে ইন্দিরা গান্ধী স্মৃতি শিল্ড ৩৫ তম ফাইনাল খেলার অনুষ্ঠান*
Publicado por Kalomer Duniya News em Quinta-feira, 31 de outubro de 2019
পান্ডব গরাই, পুরুলিয়া :- কেন্দা ফুটবল মাঠে ইন্দিরা গান্ধী স্মৃতি শিল্ড ৩৫তম ফাইনাল খেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও শিক্ষা ও ক্রীড়া কর্মাধক্ষ্য গুরুপদ টুডু। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে জবলা ফুটবল দল বনাম কেতিকা ফুটবল দল। ট্রাইবেকারে কেতিকা ফুটবল দল ৫ – ৪ গোলে জয়ী হয়। এছাড়াও
উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী , পুরুলিয়া জেলা পরিষদ পূর্ত কর্মাধক্ষ্য হলধর মাহাতো , পুঞ্চা পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো , পুঞ্চা পঞ্চায়েত সমিতি সহকারি সভাপতি পার্থসারথী মাহাতো , পুরুলিয়া পৌরসভার কাউন্সিলার বিভাস দাস , শিক্ষক কালাচাঁদ মাহাতো, কেন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা মাহাতো, উপ প্রধান পদ্মবতি সহিস, পিড়রা গ্রাম পঞ্চায়েত প্রধান মধুসুদন বেসর এছাড়াও বিশিষ্ট সমাজ সেবি ব়ৃন্দাবন মাহাত ,জগন্নাথ মাহাত, রাজারাম মাহাত,নিত্যানন্দ পাল , শম্ভুনাথ মাহাত, দুর্গাদাস মাহাত, উমাপদ গঁরাই, রাম রায় সহ আরো অনেকেই।