মোর্তজা আহমেদ, নদীয়া :- শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে সিটি স্ক্যান রুমের এসিতে আগুন লেগে উত্তেজনা দেখা যায়। আগুন লাগার ফলে বেরোতে থাকে প্রচন্ড পরিমাণে কালো ধোঁয়া। আতঙ্কিত হয়ে পরে হাসপাতালে কর্মী থেকে রোগীর আত্মীয় স্বজনেরা। যদিও হাসপাতালে প্রহরারত সিকিউরিটি গার্ডরা তৎপরতার সঙ্গে একের পর এক গ্যাস সিলিন্ডার কাজে লাগিয়ে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে আনে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সিটি স্ক্যান রুমের এসি চালানোর পরেই আগুন ধরে যায়। বের হতে থাকে প্রচন্ড পরিমানে কালো ধোঁয়া। সেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে যায়। তৈরি হয়ে যায় আতঙ্কের পরিবেশ। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন জেলাশাসক বিভু গোয়েল সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। তারা অবশ্য পরেই জানিয়েছেন,’ এসি থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এসি পুড়ে গিয়েছে। এছাড়া বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি। কোন মানুষেরও কোন ক্ষতি হয়নি।’ যদিও এসি থেকে কিভাবে আগুন লেগে গেলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।