মোর্তজা আহমেদ, নদিয়া :- কৃষ্ণনগর সংশোধনাগারের আবাসিকদের ওপর এবং তাদের গতিবিধি সম্পর্কিত নজরদারি রাখতে নজরদারি ক্যামেরা ব্যবস্থার শুভ উদ্বোধন হল শনিবার। গোটা সংশোধনাগার চত্বরে উন্নত প্রযুক্তির সম্পন্ন ৬০ টি অত্যাধুনিক নজরবন্দি ক্যামেরা বসানো হয়েছে। যা দিয়ে রীতিমত কলকাতা থেকেই আবাসিকদের গতিবিধির ওপর নজরদারি চালানো হবে বলে সংশোধন প্রশাসন সূত্রে খবর। এদিন অত্যাধুনিক নজরদারি ক্যামেরার শুভ উদ্বোধন করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং ডিজি কারা অরুণ গুপ্তা এবং দিব্যানন্দ মহারাজ। নজরদারি ক্যামেরার সাথে সাথে সংশোধনাগারের আবাসিকদের জন্য দন্ত বিভাগের অত্যাধুনিক যন্ত্রাংশের উদ্বোধন এবং আবাসিকদের উৎসাহ বাড়াতে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রীতি ফুটবল খেলায় এক নম্বর আবাসিকদের সাথে ওল্ড বিল্ডিং আবাসিকদের খেলায় ট্রাইবেকারে ওল্ড বিল্ডিং কে পরাজিত করে এক নম্বর আবাসিকরা। শুধু কৃষ্ণনগর সংশোধনাগার নয় রাজ্যের প্রতিটি সংশোধনাগারে অত্যাধুনিক উন্নত নজরদারি ক্যামেরা বসানো হবে যা থেকে কলকাতায় বসেই রাজ্যের সমস্ত সংশোধনাগারগুলোকে মনিটরিং করা যাবে।