সানওয়ার হোসেন, মথুরাপুর :- দক্ষিণ ২৪ পরগনায় মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল জেলার অন্যতম একটি স্কুল। স্কুলের শিক্ষা দীক্ষা ও গঠন পাঠনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সু শৃঙ্খলভাবে গড়ে তোলার লক্ষ্যে এই পরিষেবা গ্রহণ করা হয়েছে। ২০০৮ সালে সরকার পোষিত স্কুলে রাজ্যের প্রথম সিসি টিভি পরিষেবায় নজির সৃষ্টি করেন এই স্কুল। বর্তমানে স্কুলের ৭২ টি কক্ষ, বারান্দা, গেট, ভিতর ও বাহির মিলিয়ে ১৬০টি সিসি টিভি মনিটারিং করেন প্রধান শিক্ষক চন্দন মাইতি নিজেই। সেই সাথে স্কুলে চালু আছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। প্রধান শিক্ষক জানান এই সমস্ত পরিষেবার ফলে ছাত্র- ছাত্রীরা অনেক শৃঙ্খলা পরায়ন হবে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ভীষণ আনন্দ প্রকাশ করে। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে তারা অভিনন্দন জানান।