সানওয়ার হোসেন, রায়দিঘী :- স্থানীয় সূত্রে জানা যায় রায়দিঘি থানার তেলিপুকুর এলাকায় রাস্তার কাজে মাল পত্র নিজের মেশিন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল মৃত শফিকুল শেখ(৩৫)
বাড়ি কাটান দিঘী। পরিবার সূত্রে জানা যায় আজ সকাল ৯ টা নাগাদ কাশিনগর বড় পোল থেকে রাস্তার কাজের মালপত্র নিয়ে যাচ্ছিল কাশিনগর তেলিপুকুর গ্রামে। মাল নিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পরে মেশিন ভ্যান উল্টে যায় সেই মেশিন ম্যান এর মধ্যে চাপা পড়ে যায় ভ্যান চালক নিজে। স্থানীয় লোকজন আহত ভ্যান চালককে রায়দিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের ৪ বছরের একটি পুত্র সন্তান আছে। খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতলে ময়না তদন্তে পাঠিয়েছে। এলাকায় শোকের ছায়া।