পান্ডব গরাই, পুরুলিয়া :- কালীপুজো উপলক্ষে দুঃস্থ ও গরিব আদিবাসী সম্প্রদায়দের বস্ত্রপ্রদান করলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু। এদিন তার বাসভবনে অনুষ্ঠানে মাধ্যমে চারশো জন মহিলা- পুরুষদের বস্ত্র প্রদান করা হয়।
রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু বলেন, কালীপুজোর পরেই ‘বাঁদনা-পরব’ নিয়ে মেতে উঠবে সকল আদিবাসীরা। তাই নতুন বস্ত্র দিয়ে যাতে আনন্দে মেতে ওঠেন তার জন্যই এই অনুষ্ঠান। একই সঙ্গে তিনি জেলা বাসী কে কালীপুজো বাদনা পরবের শুভেচ্ছা জানান। পুজোর নতুন বস্ত্র পেয়ে দারুণ খুশী গ্রহীতারাও।