নিজস্ব সংবাদদাতা :- কালীপুজোর আগে বড়ো সাফল্য বসিরহাট জেলা পুলিশের। গাড়ি করে নিয়ে যাওয়া প্রায় দশ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি আটক করলে মিনাখাঁ থানার পুলিশ। গ্রেফতার তিন। আটক গাড়ি। অন্যদিকে বসিরহাট থানার পুলিশ ও এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে। গ্রেফতার এক।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে মিনাখাঁ মালঞ্চ বাজার দিয়ে একটি চার চাকার গাড়ি করে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে যাচ্ছিল গ্রামের দিকে। সেই সময় পুলিশের কাছে খবর আসলে। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ ওত পেতে বসে ছিল। গাড়িটি আটক করে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ১০ কুইন্টাল শব্দবাজি বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। গতকাল রাতে মিনাখাঁ মালঞ্চ বাজার থেকে শব্দবাজি সহ চারচাকা গাড়ি আটক। এই ঘটনায় গ্রেপ্তার ৩।

পাশাপাশি বসিরহাট থানা পুলিশ এক বাজি বিক্রেতাকে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রির অভিযোগে এলাকা থেকে গ্রেফতার করে। ধৃত ৪ জনকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।