নিজস্ব সংবাদদাতা :- কালীপূজার আগে প্রচুর শব্দ বাজি উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর শব্দ বাজি উদ্ধার করল উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গোপন সূত্রের মাধ্যমে পুলিশে কাছে খবর আসে বনগাঁ বিচলি হাটা এলাকায় প্রচুর শব্দ বাজি মজুত হয়েছে। সেই খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দেখতে পায় ওই এলাকায় রাস্তার পাসের একটি ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে প্রচুর শব্দ বাজি। সে গুলি উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে আসে। পরে সে গুলিয়ে জল দিয়ে নিষ্ক্রিয় করা হয়। বাজির মালিকে এখন পাওয়া যায়নি। বাজি গুলো কালীপুজোয় বিক্রির করার জন্য মজুত করা হয়েছে বলে মনে করছে পুলিশ।