অলোক আচার্য, নিউ বারাকপুর :- কালীপুজোতেও মদ্যপদের দৌরাত্ম্য বন্ধ করতে ব্যারাকপুর আন্তঃ শুল্ক বিভাগের আধিকারিকরা নিউ বারাকপুরে হানা দিল রবিবার সকালে। আচমকা নিউ বারাকপুর রেল ষ্টেশন চত্বরে বাংলা দেশি মদের ভাটিতে হানা দেয় আবগারি আন্তঃ শুল্ক বিভাগের আধিকারিকরা। বসিয়ে খাওয়ার টালি বেড়ার গুমটি ঘর ও ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ দোকানগুলিতে তল্লাশি অভিযান চালায় আধিকারিকরা। রেল লাইনের ধারে দেশি বাংলা মদ বিক্রেতাদের ঘরেও তল্লাশি অভিযান চলে। ব্যারাকপুর আন্তঃ শুল্ক বিভাগের আধিকারিক রামকৃষ্ণ গিরি বলেন, আমরা চাইছি গুমটি ঘরে বসিয়ে বাংলা দেশি মদ খাওয়ানো বন্ধ করতে। পুজো উপলক্ষে নয় মাঝে মাঝে আন্তঃ শুল্ক বিভাগের থেকে ঝুপড়ি ঘর ও দোকানে বিক্রি বন্ধে হানা দেওয়া হয়। ধরপাকড় চলে। সচেতন করা হয় মানুষদের বন্ধ করতে।
আজ সকালে খড়দহ,নিউ বারাকপুর,দমদম ও বরাহনগরের প্রত্যন্ত এলাকায় বাংলা দেশি মদ দোকানে ঝুপড়িতে জায়গাগুলিতে হানা দেওয়া হয়েছে। প্রায় ১২লিটার বাংলা দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি ও আন্তঃ শুল্ক বিভাগের আধিকারিকরা আগে নিউবারাকপুরে লেনিনগড় বিলকান্দা মদের রমরমা কারবার নেই। চোলাইয়ের ভাটি বন্ধ। আনাচে কানাচে দেশি বাংলা মদ বিক্রি হচ্ছে। সরকার আপ্রাণ চেষ্টা করে চলেছে ওপেন খোলা জায়গায় বসিয়ে খাওয়ানো বন্ধে। তবে তল্লাশি অভিযান চলবে।