অলোক আচার্য, ব্যারাকপুরঃ- কামারহাটি অঞ্চলে ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জুট মিল প্রবর্তক জুট মিল টি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ। বুধবার সকালে মর্নিং শিফট শুরু এবং নাইট শিফট শেষ হওয়ার সময় নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ । নোটিশে উল্লেখ করা হয় শ্রমিকদের অনুপস্থিতি এবং কাঁচামালের সাপ্লাই না থাকার জন্য মিল চালানো যাচ্ছে না সে কারণেই অনির্দিষ্টকালের জন্য মিল টি বন্ধের নোটিশ দিয়ে মিলের গেটে সেই নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

বিধানসভা নির্বাচন শেষ না হতেই বিভিন্ন জায়গায় জুট মিল বন্ধ করে দেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে বেলঘড়িয়ার ওতো জুটমিল আজ বন্ধ হয়ে গেল। এই জুট মিলে শ্রমিক সংখ্যা প্রায় ২৫০০ জন শ্রমিক কাজ করে। এই শ্রমিকেরা আজ থেকে কাজ হারিয়ে বসলেন এবং এর সাথে সাথে প্রবর্তক অঞ্চলের এবং দেশপ্রিয় নগর অঞ্চলের ব্যবসায়ীদের উপর একটা চাপ সৃষ্টি হলো।
একদিকে করোনা ভাইরাস এর মত কঠিন রোগের ভয়ে মানুষ দিশাহারা হয়ে পরছে তার পাশে আবার কারখানা বন্ধ শ্রমিকরা আজ অসহায় হয়ে পরল। এখন দেখার বিষয় আর কত দিনে এই জুটমিল এর পুনরায় উৎপাদন চালু হয় সেদিকে তাকিয়ে শ্রমিক রা।