সংবাদদাতা, বারাসাত :- মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে সবচেয়ে বড় ও ভারী থলিটা পৌঁছে দেন অনুব্রত মন্ডল । তিনি কাটমানির স্রষ্টা ও কাটমানির বড় নেতা । তাঁর চেয়ে কাটমানির বড় বিশারদ কেউ হতে পারেন না । কয়লা , বালি , গরু , পাথর – সমস্ত প্রাকৃতিক সম্পদ লুঠ করে কালিঘাটে জমা করেন অনুব্রত মন্ডল । সেজন্যই অনুব্রত মমতা ব্যানার্জীর কাছের লোক ও কাটমানির মোটা থলি পৌঁছে দেওয়ার সুবাদে তিনি বীরভূমের জেলা সভাপতি , ‘ ঠিক এভাবেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বারাসাতে বিজেপির এক দলীয় সভায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অনুপম হাজরা । বীরভুমের প্রেক্ষাপট অশান্ত হওয়ার কারণ হিসেবে অনুব্রত মন্ডল ও তৃণমূলকে দায়ী করলেন অনুপম হাজরা । তাঁর মন্তব্য , রবি ঠাকুরের বীরভূম এখন কেষ্ট ঠাকুরের বীরভূম যাকে মানুষ এখন বোমা বানানোর কারখানা হিসেবে চেনে । অনুব্রত মণ্ডলের বাড়ি নির্বাচনের সময় গেলেও তাঁর সঙ্গে দূরত্ব ২০১৫ সাল থেকে, দাবী অনুপমের । এখন অনুব্রত মন্ডল অসুস্হ হলেও এমন কিছু গুরতর অসুস্থ নন তাই দেখতে যাওয়ার প্রশ্ন নেই । লোকসভা নির্বাচনে ভোট লুঠ করে তৃনমূলকে জেতালেও এখন তিনি অসুস্থ । তাঁর অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে গেছে । অনুপম হাজরা চান অনুব্রত মন্ডল যেন বীরভুমে তৃণমূলের পতন চোখে দেখে যান ।