সনাতন গরাই, দুর্গাপুর :- রবিবার মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বেসরকারী নার্সিংহোম কর্মীর। প্রতিদিনের মত রবিবার কাজে যাচ্ছিলেন দুর্গাপুরের ইস্পাতনগরীর হর্ষবর্ধন রোডের বাসিন্দা কুহেলী দেবী(৪৪)। হঠাৎ সিটিসেন্টারের কাছে একটি ট্রাক গড়িয়ে চলে আসে। সেই পরিস্থিতিতে ট্রাকের চাকার তলায় চলে যায় কুহেলী দেবী।ঘটনাস্থলেই মৃত্যু হয় কুহেলী দেবীর।পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে কুহেলী দেবীর পরিবার ও এলাকার মানুষের মধ্যে।