নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ :- নামখানা থেকে কাকদ্বীপ গামী লোকাল বাস উল্টে গেলো নয়ানজলিতে। প্রত্যক্ষদর্শীদের মতে নামখানা থেকে কাকদ্বীপের উদ্দেশ্যে আসছিল বাসটি। কিছু না বুঝতেই হঠাৎ ই বাসটি কাকদ্বীপের অখ্যয়নগর মোরগ পোলট্রির মোড়েই একটি ইঞ্জিন ভ্যানকে বাঁচাতে গিয়ে নেমে যায় পাসের নয়ানজলিতে। বাসে থাকা ৩০ জন যাত্রী আহত। আহতদের কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। চালক পলাতক। কাকদ্বীপ থানার পুলিশ ঘটনার ঘটনাস্থলে পৌঁছায়। চার জন যাত্রী গুরুতর আহত হয় তারা বর্তমানে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।