সনাতন গরাই,পশ্চিম বর্ধমান :- দুর্গাপুরের রাতুরিয়া শিল্পতালুকে অনুন্নয়তো তোলাবাজি মারধরের অভিযোগে পদত্যাগের দাবি জানান এলাকার মানুষ। পথ অবরোধের সামিল হয় ৩৮ নং ওয়ার্ডের মানুষ। অভিযোগ উঠেছে ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলো সাতরার বিরুদ্ধে।কাউন্সিলর আলো সাতরা জানান এলাকায় কাজ হয়েছে ভালো,সমস্ত উন্নয়ন হয়েছে।

একাংশের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই অবরোধ। ভুক্তভুগিরা এই অবরোধ করে কাউন্সিলর কে সতর্কতা করেন।এলাকার মানুষ জানান কাউন্সিলর জোর করে মিটিং মিছিলে যেতে বলেন এলাকার মহিলাদের।এক অংশের দাবি কাউন্সিলর বিভিন্ন সময় সন্ত্রাস ছড়ায়।