সৌভিক সরকার, কাঁচরাপাড়া :- আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাঁপা সাব-ট্রাফিক গার্ডের উদ্যোগে জোর কদমে পালিত হল “বিশেষ পথ নিরাপত্তা সপ্তাহ”। এই উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয়। গতকাল এই অনুষ্ঠানের শুভ সূচনা করে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা ও বাউল গান হয়।
উপস্থিত ছিলেন কাঁপার ট্রাফিক গার্ডের ইনচার্জ সুব্রত চন্দ্র, সাব-ইন্সপেক্টর হিতুলাল সরকার, এসআই প্রশান্ত ঘটক ও সমাজসেবী অরূপ দে তপাদার। এছাড়া সমস্ত স্কুলের বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।