নিজস্ব সংবাদদাতা:- হরিণঘাটা থেকে কাঁচরাপাড়া আসার সময় অটো উল্টে মৃত্যু হয় এক মহিলা যাত্রীর । মৃতার নাম রত্না ভৌমিক (৪০)। অপর একজন মহিলা যাত্রীও আহত হয়েছে। সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলের সামনে। ঘটনাস্থল থেকে অটো নিয়ে পালিয়ে যায় ওই অটোচালক। অটোতে থাকা গুরুতর আহত যাত্রীদের কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর এক মহিলাকে ছেড়ে দেওয়া হয়।অপরজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত ওই মহিলা হরিণঘাটা ফার্ম -এর এক নম্বর গেটের বাসিন্দা ও হরিণঘাটা ফার্ম স্টেট অফিসে চাকরি করতেন। ওই মৃত মহিলার পরিবারে চার বোন, দুই ভাই অবিবাহিত বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।