সংবাদদাতা,কাঁকসা:- কাঁকসার পানাগরের বাসিন্দা প্রতিমা সরকারের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল। মিস্ত্রির কাজের জন্য বিদ্যুৎবাহী তার লোহার রেলিং এর পাস দিয়ে,ঘরের ভেতর হয়ে নিয়ে যায়।প্রতিমাদেবী বাড়ি ঢোকার সময় সন্ধ্যাবেলায় দরজা লাগাতে গেলে,দুটি তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় গোটা ঘর।পরে ওই শর্টসার্কিটে হাত লেগে প্রতিমাদেবীর মৃত্যু হয়।গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।