Advertisement

সনাতন গরাই, পশ্চিম বর্ধমান:- মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা। মনসা মূলগতভাবে অনার্য দেবী। ভারতের আদিবাসী ও অন্ত্যজ সমাজে সর্পদেবী মনসার পূজা সুপ্রচলিত। বিশেষজ্ঞদের অনুমান, খ্রিষ্টীয় দশম-একাদশ শতাব্দীতে বাংলায় মনসার পূজা প্রবর্তিত হয়। পদ্মপুরাণ, দেবীভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ-এর মতো কয়েকটি আধুনিক উপপুরাণ গ্রন্থে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়; এই গ্রন্থগুলি অবশ্য খ্রিষ্টীয় একাদশ-দ্বাদশ শতাব্দীর পূর্বে রচিত হয়নি। লৌকিক দেবী হলেও মনসা হিন্দুসমাজের প্রতিপত্তি অর্জন করে। চৈতন্যদেবের সমসাময়িক কালে শিক্ষিত বাঙালি সমাজেও মনসার পূজা প্রচলিত হয়।

প্রাচীন রীতি মেনে প্রতি বছরের মতো এই বছরও পালিত হলো মা চিন্তামনির পূজা।বীরভূম জেলার টেকরবেতা গ্রাম থেকে আনা হয় এই চিন্তামনি মাকে।বারোয়ারী ভাবে পরিচালনা করা হয়।পূজা হয় তারপর আবার নিজস্ব স্থানে দিয়ে দিয়ে আসা হয়।দুই দিন চলে মনসা মঙ্গল গান,হয় মায়ের পূজা,ছাগ বলি তারপর গ্রাম পরিক্রম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 2 =