সনাতন গরাই, দুর্গাপুর :- রবিবার কাঁকসার বনকাটি পঞ্চায়েতে অনুষ্টিত হলো আদিবাসীদের ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকাল থেকে বিভিন্ন খেলাধূলা চলে। চলে আদিবাসীদের নিত্য থেকে সংগীত। এইদিন বহু মানুষের সমাগম হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি জিতেন্দ্র তেওয়ারী, কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সী থেকে বিশিষ্ট নেতারা। স্থানীয় আদিবাসী মানুষরা জানান, আমাদের সরকারি পরিষেবা ঠিক ঠাক মেলে না কোনোকিছুই। সেইজন্য অধিকাংশ মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন। নিচুতলার তৃণমূলের কর্মীদের দাবি আদিবাসীদের কাছ থেকে ভোট পেতে গেলে এদের অভাব অভিযোগ শুনে কাজ করতে হবে। শুধু ক্রীড়া প্রতিযোগিতা করলে একদিন পর সব ভুলে যাবে।