সনাতন গরাই, দুর্গাপুর :- গত ৩১মে নিখোঁজ হয়েছিল শঙ্কর মন্ডল নামে কাঁকসার আড়া গ্রামের বাসিন্দা শঙ্কর মন্ডল। আউসগ্রামের রাঙ্গাকেলি গ্রামে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। রবিবার সকালে আউসগ্রামে থানার পুলিশ রাঙাকেলি গ্রামের আদিবাসী পড়ার একটি ক্লাবের পেছন থেকে উদ্ধার করে ওই মৃত ব্যক্তিকে। পুলিশের আনুমানিক ধারণা ওই আদিবাসী পাড়ায় শনিবার অনুষ্ঠান চলছিল রাত্রিবেলেই। তারপর ওই ভারসাম্যহীন ব্যক্তি রাতের বেলায় ওই আদিবাসী পাড়ায় ঢুকে পড়ে।ওই ব্যক্তিকে সন্দেহ হওয়ার কারণে মারধর করে,পরে ওই ভারসাম্য হীন ব্যাক্তি মারা যায়।তারপর একটি ক্লাবঘরের পেছনে মৃত ওই ব্যক্তিকে ফেলে দেয়। পরে খবর পাই মৃতের বাড়ির পরিবার। মৃতের পরিবার আউসগ্রামে থানায় খুনের অভিযোগ করেছে। কি কারণে এই খুন আউসগ্রামে থানার পুলিশ তদন্তে নেমেছে।