সমরেশ রায়, কলকাতা :- বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশীষ সুর ও অ্যাসিস্টেন্ট সেক্রেটারি নিতাই প্রামানিকের তত্ত্বাবধানে প্রতিবারের ন্যায় এবারেও প্রেস মিট ‘ইলেকশন ২০১৯’ হল। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথমে ওনাকে ফুলের তোরা ও একটি স্বারক দিয়ে সম্বর্ধনা দেন। তার পর শুরু হয় ভোটা নিয়ে আলোচনা। আলোচনার বিষয় গুলি ছিল- বিভিন্ন রাজ্যে ভোটের ফলাফল, কোন দল কি ভাবে কাজ করছে -জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া কথা কতটা স্বার্থক করতে পেরেছেন কি না। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার ভোটের রেজাল্ট সম্মন্ধে বলতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় এবং প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমরা এবারে ২৩ টি আসন পাচ্ছি এবং নর্থ বেঙ্গলে আমরা ভালো ফল করব। দার্জিলিং আমাদের দখলে থাকবে এবং কলকাতার বেশ কয়েকটি জায়গায় আমরা ভালো ফল করব।