নিজস্ব সংবাদদাতা, বারাসাত :- সিবিআই আধিকারিকের ভেগ নিয়ে মাধ্যমিক ফেল ছেলেকে কলকাতা পুলিশে চাকরি করিয়ে দেওয়ার টোপ দিয়ে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। প্রতারকের নাম রাহুল মজুমদার। সোমবার অভিযুক্তকে পুলিশ বিধান পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, বারাসতের বিধান মার্কেট এক সব্জী বিক্রেতার ছেলেকে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ রাহুল মজুমদারের বিরুদ্ধে। ওই এলাকায় বেশ কিছু দিন ধরে ভাড়া রয়েছেন তিনি। বাজারে সব্জী কিনতে গিয়ে রাহুল মজুমদার নিজেকে সিবিআই এর ডিএসপি বলে পরিচয় দিতেন। সেই থেকে বাজারের সব্জী বিক্রেতা অপর্না মজুমদার এর ভরসা আর্জন করে। তাদের মাধ্যমিক ফেল ছেলেকে কলকাতা পুলিশে চাকরি টোপ দিয়ে খেপে খেপে ৭ লাখ টাকা নিয়ে নেয়ে নেয় বলে অভিযোগ। দিন ১৫ আগে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অবশেষে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।