সঞ্জয় দাস,কলকাতা :- লেভেলস দা ক্লাব, সল্টলেক। মিসেস ইন্ডিয়া গ্লোবের প্রতিষ্ঠাতা রবি রঞ্জন সিং এবং ফায়েজ কুরাইশীর উদ্যোগে মহাসমারোহে সূচনা হল মিসেস ইন্ডিয়া গ্লোবেল ২০১৯ সৌন্দর্য প্রতিযোগিতা।এই প্রতিযোগিতাটি রাজ্যস্তরে পরিচালনা করছেন সোফিয়া খান এবং যৌথ অংশীদারিত্ব করছেন অ্যানি জৈন যিনি হলেন অ্যানি ক্রিয়েশন (আন্তর্জাতিক অনলাইন বুটিক)-এর কর্ণধার। এছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উদ্যান আম্পয়ারিং, লেভেলস দা ক্লাব। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন বিবাহিতা, বিধবা, ডিভোর্সি, এককজননী মহিলারা। এই কর্মোদ্যগের প্রধান উদ্যেশ্য পিছিয়ে পরা মহিলাদের প্রথম সারিতে এগিয়ে নিয়ে আসা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভারতবর্ষের সবথেকে নামী পোশাক প্রস্তুতকারী অরুন দেওরের পোশাক পরিধান করার সুযোগ পাচ্ছেন। এছাড়া থাকছেন শোস্টপার অ্যানি জৈন. প্রেনা রায়, গাজাল হোসেন, ফারহা খান ও অ্যানি জৈন-এর দ্বারা প্রতিটা প্রতিযোগী গ্রোমড হওয়ার সুযোগ পাচ্ছেন। এই অনুষ্ঠানে অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন লোপামুদ্রা মন্ডল। এই প্রতিযোগিতা ফাইনাল হবে আগামী ১৪ জুন দুবাইতে।