সমরেশ রায়, কলকাতা :- আজ সকাল থেকে সারা রাজ্য ব্যাপী পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবার ১৫৮ তম জন্ম উৎসব পালন হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সেখানে সকাল থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে চলছে কবিপ্রণামের অনুষ্ঠান। অনুষ্ঠানের আসেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন তথা কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা উত্তরের প্রার্থী তথা লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সকাল থেকে অসংখ্য মানুষের ভিড়।★জোড়াসাঁকোর ঠাকুর থেকে কিছু মূহুর্তের ছবি –