অলোক আচার্য, নিউ বারাকপুরঃ- মরণব্যাধি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পরেছে পৃথিবীর বুকে। যার প্রভাবে সারা বিশ্বের পাশাপাশি এই রাজ্যেও কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণব্যাধিতে। ব্যাধির করাল গ্রাসে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে মঙ্গলবার সন্ধ্যায় নিউ বারাকপুর থানার এস আই প্রকাশ হাজরার নেতৃত্বে স্থানীয় রেল স্টেশন চত্বরে পুরাতন বাজার বাস স্ট্যান্ডের অটো স্ট্যান্ড র মত জনবহুল এলাকায় অভিযান চালায় পুলিশ। মাস্ক বিহীন পাচঁজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ব্যারাকপুর আদালতে বুধবার সকালে পাঠায়। বহু মানুষ কে মাক্স বিহীন অবস্থায় দেখা যায়। তাদের সজাগ সতর্ক করে নিউ বারাকপুরে থানার পুলিশ। কারো থুতনির নীচে বা কারোর দুই কানের পাশে ঝুলছে মাক্স সেই অবস্থায় বহু পথচলতি মানুষ দের কান ধরে ওঠবোস করায় পুলিশ এদিন।
ভয়াবহ এই মারণব্যাধি থেকে রক্ষা পেতে সর্বদা মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শের পাশাপাশি কোভিড সংক্রান্ত সচেতনতামূলক বার্তা সাধারণ জনসাধারণের মধ্যে তুলে ধরেন পুলিশকর্মীরা। নিউ বারাকপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ধারে এবং বিলকান্দা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার লেনিনগড় শহরপুর বোদাই তালবান্দা বোর্ডঘর মাইকিং করে নিউ বারাকপুরে থানার পুলিশ। এছাড়াও পথচলতি মাস্ক বিহীন মানুষ জনদের মাস্ক বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে।