নিজস্ব সংবাদদাতাঃ- দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি নিজেই নিজের করোনা আক্রান্তের সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন, বর্তমানে দুই জনই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না ‌, তাই তার খুব খারাপ লাগছে। তবে তিনি ঘরে থেকেই কাজ চালিয়ে যাবেন, যাতে তৃণমূল কংগ্রেসের লোকেরা কোনভাবেই হিংসা ছড়াতে না পারে।

প্রসঙ্গত গত বছর বাবুল সুপ্রিয় করোনা আক্রান্ত হয়েছিলেন। তার মা ও বাবা করোনা আক্রান্ত হয়েছিলেন। দুজনকে ‌ দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাবা সুস্থ হয়ে ফিরে‌ আসলেও তার মা সুস্থ হয়ে ওঠেন নি, করানো আক্রান্ত হয়ে মারা যান বাবুল সুপ্রিয়র মা।

অন্যদিকে, করোনা আক্রান্ত হলেন শান্তিপুর বিধানসভার সংযুক্ত মোর্চার মোর্চার সমর্থিত কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল। গত ১৭ তারিখ শান্তিপুর বিধানসভার নির্বাচনের প্রচারের জন্য শান্তিপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন ঋজু ঘোষাল। এছাড়াও জনসভা ও রোড শো করেন সেলিব্রিটি থেকে হেভিওয়েট নেতাদের নিয়ে যেখানে হাজার হাজার মানুষের সমাগম হয় তাদের মধ্যেই ভোট প্রচারে একাধিকবার দেখা গেছে শান্তিপুর বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষাল কে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে গত ২২ তারিখ তার শারীরিক অসুস্থতার কারণে টেস্ট করালে রিপোর্ট করোনা পজিটিভ আসে। তিনি জানান, এখন তিনি হোম আইসোলেশন এ আছেন তার শারীরিক অবস্থাও ভালো আছে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন।

পাশাপাশি করোনা আক্রান্ত হলেন নদীয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে। গতকাল সন্ধায় তার হাতে রিপোর্ট আসে এবং সেখানেই পজেটিভ ধরা পড়ে। উল্লেখ্য শান্তিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অজয় দে। প্রার্থী হওয়ার কারণে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন তিনি। স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে দীর্ঘ প্রচার চলাকালীন একাধিক জায়গায় এসেছেন তিনি। যদিও পঞ্চম দফায় নদীয়ার শান্তিপুরে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে গত কয়েকদিন তিনি শরীরে অসুস্থতা বোধ করার কারনে র‍্যাপিড টেস্ট করান তিনি। এরপরই রিপোর্টে করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছে। যদিও তিনি জানিয়েছেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।