নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিদ্যুৎ উন্নয়ন ভবনে অস্ট্রেলিয়ার কনস্যুলেট জেনারেল অ্যান্ড্রু ফোর্ডের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে কয়লা, খননের পদ্ধতি ও সৌর বিদ্যুতের সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সুনীল কুমার গুপ্তা, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান জনাব পি বি সালিম, বিদ্যুৎ বন্টন নিগমের চেয়ারম্যান শান্তনু বসু। বিদ্যুৎ মন্ত্রী জানান, “কয়লা উত্তোলনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সৌর বিদ্যুতের সংরক্ষণ নিয়ে অস্ট্রেলিয়া যৌথভাবে রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি নির্ধারণ করে স্থির করবেন যে কিভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে পারস্পরিক বোঝাপড়ায় কাজ করা যাবে।
Home Latest News কয়লা উত্তোলনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সৌর বিদ্যুতের সংরক্ষণ নিয়ে অস্ট্রেলিয়া যৌথভাবে...