কবিতা- হতভাগা চাঁদ
কবি – রত্না বড়াল
আমি সেই চাঁদ
সবার অবহেলিত অনাদৃত,
ছেড়া কাগজের টুকরো যেমন।
ময়লা ভূষণে দ্বাড়ায়ে তেমন,
স্ববত্র বর্জিত সেই আমি।
সেই আমি প্রজাপ্রতি
হাজার গ্রহ তারার মাঝে,
সেই আমি জোনাকি।
আমি সেই ফুল, জানো কি?
পুজোর বর্জিত হয় সাঝেঁ।
হাজার লোকারণ্যে আমি একা।
সবার অবহেলিত
অবাঞ্চিত সেই আমি,
হ্যাঁ, সেই আমি হতভাগা চাঁদ।