কবিতা – শান্তনা
🔸রত্না বড়াল🔸 (বাংলাদেশ)
ওরে দুষ্ট হওরে শিষ্ট
ভদ্রতা কেন জানোনা?
শুধু অশান্ত বহু প্রশান্ত
ক্ষান্ত করহে তারনা।
জ্বালাতনে জ্বলি নিশিদিনে বলি
সহেনা মোর প্রাণে সহেনা।
নাই কি সরম কঠিন মরন
একটুও লাজে গলেনা?
লজ্জার গায়ে ওই বনছায়া
পড়িলে হাত সরমে।
বুঝে পাতা গুলি আঙ্গুলি দুলি
কত কি লাজ সরমে।
ওরে ভন্ড একি কাণ্ড?
কুরু পান্ডব রনে,
মর্ত পাতাল বেঁধেছে মাতাল
শান্তনা হলো মরনে।
ওরে চঞ্চল হও রে নির্মল
ধর ধৈর্য্য বুকেতে।
হবি কান্তি পাবি শান্তি
রবি চিরকাল সুখেতে,
ওগো হাসি দুঃখ নাশি
রঙিন প্রভাতে জাগিয়া।
শূন্য জীবনে মধুর লগনে
দুঃখ কাঁদে সুখের লাগিয়া
অশান্ত প্রাণে এত দিনে জানে
কোমলে যে কত সাধ
পেয়েছি জীবন ঘুরে আজীবন
নেই মোর অপরাধ।