কবিতা – শেষের ঘন্টা
কবি – রত্না বড়াল
মৃত্যু যে মোর ঘনিয়ে এসেছে
নাহি আর বেশি বাকি
হৃদয় খানা মোর ভেঙে গিয়েছে
আছি আজ বড় একাকী
আঁখি দুটি মোর ভেসে যাচ্ছে
অতুল সাগরের জ্বলে।
মস্তকে মোর অনল লেগেছে
দেহ খান মোর জ্বলে
বাহু গুলো মোর অচল হইতেছে
কন্ঠে নাহি ভাষা।
ধরনী এবার বিশাল হয়েছে
বাচিবার নাহী আসা
সন্ধ্যা তারা ঘন মেঘে ভরা
কাতর স্বরে ভাবছে মনটা
শেষ বিদায়ের ডাক এসেছে
বাজিছে শেষের ঘন্টা।।