কবিতা – বিরহ
🔸চঞ্চল মিস্তিরী🔸
স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে
বস্তু হিন প্রভাহের প্রচন্ড আঘাত লেগে,
পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে,
বিরহের চঞল অন্তহিন ধুর,
তোমারে কি নিরন্তর দেয় সারা,
সর্বনাশা প্রেমে তুমি কি নিত্য এই ঘড়ছাড়া,
হাসনাহেনা গোলাপ গান্ধা
জুই চাম্পা বকুল ফুল,
বিরহের চঞল পল্লব পুষ্পে,
ঝরে ঝরে পরে ফুল,
সবারে ঠেকায়ে দিয়ে দাড়াইবে পথে,
অনুতম পরমাণু আপনার ভারে,
বিদ্ব হবে আকাশের মর্মমূলে,
বন্ধুষের বেদনার শুলে,
বিরহের চঞ্চল কবি তোরে করেছে আজ উতলা,
ঝংকার মূখূরা এই ভুবনে মেথলা,
নাড়িতে নাড়িতে তোর রহমানের শুনি পদধ্বনি,
বক্ষে তোর উঠে রনরানী,
প্রান হতে প্রানে,
নিশীথে প্রভাতে,
যা কিছু পেয়েছো হাতে,
ক্ষয় দান হতে দানে,
গান হতে গানে,
বিরহের স্রোতে হয়েছে মূখর
তরুণী কাপিছে থর থর।।