কবিতা – প্রভাতী
চঞ্চল মিস্তিরী
ভোরের আলোয় অরুণ রবি
উদয় তোরণ দোরে
ঘোষিল বিজয় কিরন
শঙ্খ প্রথম ভোরে
মধ্যে গগনে শুধ্য নিশিথে
বিশ্ব চেতন হারা
ঘুমিয়ে আছে শত বিড়বল
যাগিয়া উঠবে তারা
ভোরের আলোয় অরুণ রবি
উদয় তোরণ দোরে।
বিদায় দিনে গানটি তারি
কন্ঠে গিয়েছে রেখে
ভর দূপুরে খেলা খেলে
কাঁধে নিখিল প্রানে
ডাকছি তাহারে আকাশ প্রাণে
ব্যকুল দূ হাত তুলে
ভোরের আলোয় অরুণ রবি
উদয় তোরণ দোরে।
রাএি পোহায়ে প্রভাত হলো
পাখিতে গাচ্ছে গান
কত কলোরভ শুনতে পায়
শিশির ভেজা গায়
মধুর সুরে গাচ্ছে কোকিল
প্রভাত হলো রে
জাগিয়া ওঠো সকল জিবে
কুহু কুহু সুরে গায়
কোকিল সুরে গাচ্ছে যে গান
নিদ্রা ছারো এবার
ভোরের আলোয় অরুণ রবি
উদয় তোরণ দোরে।।