কবিতা – দেশরত্ন শেখ হাসিনা
🔸কবি – চঞ্চল মিস্তিরী🔸
জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান,
রেখে গেছেন সোনার বাংলায়
সোনার একজন মা,
দেশ দরদী মা, দেশ রত্ন মা,
মমতাময়ী মা,
জননেত্রী শেখ হাসিনা।।
মায়ের তুলনা হয় না
দেশ প্রেমিক
মায়ের তুলনা হয় না।।
গরিব দুঃখী সবার মাঝে
বিপদে মা ছুটে আসে,
মায়ের যে নেই,
কোন অহংকার।।
মা হিংসা বির্ধেশ ভুলে
শত্রুকে নেয় কোলে তুলে,
সবাইকে নিয়ে মা যে
গড়তে চান,
শেখ মুজিবুর রহমানের
সোনার বাংলা
সোনার বাংলা দেশ।।
সেই যে মোদের মা
দেশ দরদী মা
দেশ রত্ন মা
মমতা ময়ী মা
জননেএী শেখ হাসিনা।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
রেখে গেছেন সোনার বাংলায়
সোনার একজন মা,
জননেত্রী শেখ হাসিনা।।