কবিতা – কালো মেঘ

চঞ্চল মিস্তিরী

কালো মেঘে ডাকা
অন্ধকার রাত্রী
তারা গুলো মিটি মিটি করে হাসে
এখন শুধু তেমার কথাই মনে পরে
হালকা শিতল বাতাসে
যেন মন যুরিয়ে যায়
রাএো ঘনিয়ে এলো
কবিতা লিখবার প্রদিপ এ তৈল নেই আমার
জোনাকি পোকা গুলো আলো
দেয় আমায়
নিঝুম রাএে কেউ নেই পাশে
শুধু তোমারই কথা মনে পরে
পোকা গুলো পাশে কিচি মিচি করে
সভাই নিঝুম রাএে ঘুমিয়ে আছে নিরুধেসে
হয়তো কেহ জাগিবে কাল সকালে ভোর দেখিবে
আবার কারো জিবনের শেষ রাএি হবে
চারিদিকে অন্ধকার
ভয়ে ভয়ে মন কাপছে শিহরন
একলা এখন বসে আছি
এক ঝোপলতার পাশে
কবিতা খানির মাজ খানেতে তোমারে
দেখেছি দেখেছি আমার দূ নয়ন দিয়ে
একলা বসে নিরজনে লিখছি কবিতা খানি
তোমার হালকা বাতাসের ছোয়ার কাননে মিশে আছো তুমি
সেই পরশে মলিন হলো আমার রিদয় খানি
তুমি তো এসে কেড়ে নিলে ঘুম
আমারো দুচোখের পাতায়
শুধু তোমারই কথা মনে পরে।