কবিতা – আশা
চঞ্চল মিস্তিরী
আশা ছিল আজো অনেক
এই পরির্বতন পৃথিবীতে।
আজ সেই আশা নেই
নেই পরিবর্তন পৃথিবীতে।
যখন করেছিলাম আসা
তখন পায় নি কোন ভরসা।
শুধু দু োচোখ ভেয়ে
জ্বরে ছিল অশ্রু আমার।
ভিজিয়ে গিয়েছিল আমার
কপল খানী।
মনের আশা মনে ছিলো
শুধু পেয়ে গিয়েছি ব্যাথা।
বুকের মাজে যত ব্যাথা
দিয়ে রেখেছি চাপা।
বি রহমান কবি বলেন আজ
ব্যাথা গুলো আজ
রয়েছে সৃতিতে গাঁথা।
শুধু শুধু আশা করে
রয়েছিলাম পথ চেয়ে
মনের আশা মনে রহিলো
আশা তো পূরণ হইলো না।।