কবিতা – অসামান্য মেয়ে
চঞ্চল মিস্তিরী
আমি এক অসামান্য মেয়ে
মেয়ে বলে জন্মেছি,
তাই ভেবোনা কখনো
তোমাকে চিনব না আমি।
নিজের কথা বলি
বয়স আমার অল্প
একজনের মন ছুঁয়েছিল,
আমার এই কাঁচা বয়সের মায়ায়
তাই যেনো পুলক লাগত
আমার এ দেহে।
আমার মত এমন আছে
হাজার মেয়ে,
অল্প বয়সের মনতো
তাদের ও যৌবনে
বিশ বছর বয়সে আমার
সঙ্গে ছিলো রেষারেষি।
বড় দুঃখ আমার
তার ও স্বভাবের গভীরে
কাচা বয়সের জাদু লাগে
ওদের ও চোখে,
মন যায় না সত্যের খোঁজে
আমরা বিকিয়ে যাই
মরিচিকা ধামে।
আমার বুকের কাছে
বিধী দিয়েছে জানালা,
আমি এক অসামান্য মেয়ে
বুঝে নিয়েছি তাই
বুঝে নিয়েছি আমার কপাল
ভেঙেছে
হার হয়েছে আমার
আমি এক অসামান্য মেয়ে।।