কবিতাঃ- “সভ্যতা”
কবি – এ এফ রহমান (ঢাকা)
যাদের হাতে আজকের সভ্যতা নির্মিত,
তারা আজ বিশ্রীত!
আছে কি তাদের দাম, কেউ কি দেখায় তাদের সম্মান?
তাদের রাস্তায় ভিআইপি চলে, তাদের চলাচল হয় অবসান।
তাদের ঘাম ঝড়ে দরদরে,
হাতে পায়ে তাদের কতই-না ইট পড়ে!
তবুও চলে কাজ রাস্তা বানানোর,
ভেবেছ কি কেউ, সকালে সে খুলেছে কিনা দোর?!
অনুপুস্থিতি কখনো কি কেউ, করেছ টের?
টাকা হলে মেলা মেলে, এমনও হাজার শ্রমিকদের!
এইতো তোমাদের ভাবনা,
বুঝবে সেদিন, বলবে যেদিন, আর আমরা কাজে যাব না।
শ্রমিকদের হাতের তৈরি রাস্তায়,
তুই চলিস বাহ,কি সস্তায়!
ভিআইপি বলে, বাহানার ছলে,
সবকিছু থামিয়ে চলো তুই, তোর ক্ষমতা শক্তি বলে!
তোর জন্য হাজারো জনতা পোহায় অস্বস্তির জনজট,
তুইতো এসি গাড়িতে, হাতে ঘড়ি, পড়নে ফুল শার্ট।
বাবুগিরি দেখিয়ে চলবি আর কতোদিন?
টাই খুলে রাস্তায় নামালে বুঝবি তুই, সাম্যের জয় হবে সেই দিন।