কবিতাঃ- মা
কবি – চঞ্চল মিস্তিরী
আপন আলোয় ঘর কে মোরা
আলোকিত গড়ি
মায়ের উদরেতে জন্ম
গ্রহণ করি।।
রাত জাগা স্বপ্ন যে
মায়ের দু চোখেতে
খোকা আমার বড় হয়ে
হাসি ফোঁটাবে মুখেতে।।
কান্না শুধু মায়ের চোখেতে
খোকা কাঁধলে পড়ে কাঁধে
শান্তনা দেয় মা যে তার
বুকে চেপে বেধে।।
খেলতো খেলা মায়ের কোলে
পথ চলা মায়ের হাতটি ধরে
শিক্ষা দিলো মা যে আমার
মুখে মুখে বলে পড়ে।।