কবিতাঃ- মনের আলপনা
🔸কবি – এ এফ রহমান🔸
পুরনো স্মৃতি গুলো মুছে ফেলার নয়,
সবগুলোই হয়ে থাকবে স্মৃতিময়।
সময়ের ব্যবধান নিয়ে চলছি এক নতুন গতির সন্ধানে,
ছুটে চলি হাসি মুখে,
এগিয়ে যাই লক্ষ্য পানে।
ভেঙ্গে কালো ফাঁদ,
উঠিয়ে নতুন চাঁদ,
মাথায় পরি রাজমুকুট,
অসম্পূর্নতাকে কেটে হই পরিস্ফূট।
পেতে চাই বিধাতার দয়া,
সাথে সপ্নছায়া,
চলতে যে হবে,
নিয়ে জীবনতরি
পথ,হোক সে যত ভারী।
হয়ত আগে ছিল, সহজসরল পথ,
তাই কি টানবে না মৃত্যুর রথ?
লালিত করেছো নাকি, এটা সপ্নপাতায়
পরিবে কিন্তু তাহলে বিপদ-সংকুলতায়।
রক্তরাঙ্গা ঘোড়ায় চড়ে,
ঘাম ঝড়িয়ে দরদরে,
পিঞ্জর বন্ধি পাখির মতো,নিয়ে কল্পনা
নিজের মতো নিজেকে সাজাও সাথে নিয়ে আলপনা।