কবিতাঃ- ভালোবাসা
🔸কবি – চঞ্চল মিস্তিরী🔸
এতো গভীর রাতে
দেখারি সাধ জাগে
দেখবো আমি তোমায় শুধু
আমার দুই নয়নে।
রাতে কথা রাতে বলবো
তোমায় শুধু আমি দেখবো
ঘুরে তাকাও আমার দিকে
তোমার দুটি বাকা চোখে।
শিশির পড়ে টাপুর টুপুর
শব্দ শুনতে পাই
তোমারে দেখারি সাধ
কোন দিন শেষ হবে নাই।
হেমন্তের এই শীতের রাতে
বইছে বাতাস কনকনে
লেপের ভেতর শুইয়ে এখন
ভালোবাসবো দুজনে।
আকাশেতে চাঁদ উঠেছে
জোৎস্না দিচ্ছে আলো
বাঁশ বাগানে জোনাকি পোকা
দেখতে লাগচ্ছে ভালো।
আকাশেতে লক্ষ তারা
তারি মাজে দুটি তাঁরা
কথা তারা,চঞ্চল তারা
পাশাপাশি বসে দু’জনে
দিচ্ছি সারাক্ষণ সারা।
নদীর এপার ওপার দু’টি কুল
মাজার হলো একটি
তোমার আমার ভালোবাসার
বন্ধনে হলো দৃষ্টি।
তুমি হলে প্রাণের কথা
ভালোবেসে দিলে ব্যাথা
এ ব্যাথার নাই বুঝি
নাই বুঝি শেথা।।