কবিতাঃ- বাবা
🔸কবি – চঞ্চল মিস্তিরী🔸
বাবা আমার জন্ম দাতা
বাবা হল দেবতা
স্বর্গের চাইতে শ্রেষ্ঠ সম্পদ
হয় যে সে পিতা।।
বাবার মত আপন কেহ
হয় না তো ভবে
বাবা আমার চলার পথের
সঙ্গে সাথী হবে।।
বাবা আমার বিপদে
পথের বন্ধু হয়
ভয় নাই রে খোকা
তোর হবে রে জয়।।
বাবার হাতটি ধরে
পথ চলাতো শেখা
স্বপ্ন যাবে বাড়ি আমার
দু চোখে তে লেখা।।
বাবা আমার ভালো বাসা
বাবা আমার সব
বাবা আমার স্বপ্ন আশা
বাবা আমার কলরব।।
বাবা আমার সুখের সৃতি
জোৎস্না হয়ে আসে
দুঃখ গুলো ভুলিয়ে দিয়ে
মৃদু মেঘে ভাসে।।
বাবা আমার জীবনের বাতি
জ্বালিয়ে দেয় প্রদীপ
নিরবে না কখনো খোকা
করবি রে তা তারিপ।।