কবিতাঃ- প্রেমের ফাঁদ
🔸কবি-চঞ্চল মিস্তিরী🔸
কেহো পরোনা প্রেমের ফাঁদে
জীবন শেষ হবে কেঁদে কেঁদে
পারিবে না এ ব্যাথা সইতে কেহো
মৃত্যুকে নিয়ে বেঁচে, শেষ হবে দেহ।
প্রেমের ফাঁদে পরে কেউ
না হয় দিওনা
জীবনের কান্না কখনো
শেষ হবে না।
তুমি কাঁদিবে শুধু কাঁদিবে
সে কাঁদিবে না তোমার জন্য
হাসতে হাসতে চলে যাবে পরের ঘরে
করে যাবে তোমার জীবনটা শূন্য।
তুমি তাকে ভেবেছিলে আপন
কখনো ভাবেনি সে তোমায় আপন
তোমার সাথে এমন ভাবে করিবে ছলনা
তোমাকে ভালোবাসেনা তা তুমি
কখনো বুঝিতে পারিবে না।
প্রেমের ফাঁদে পরিলে তোমার জীবনটা
হয়ে যাবে শেষ
অন্যের ঘরে সারা জীবন সে
সুখে থাকিবে বেশ।
মৃত্যুর কোলে যখন তুমি
আস্তে আস্তে পরিবে ঢোলে
তখন সে স্বামীর ঘরে জীবনটা
হেসে খেলে কাটিয়ে দিবে।
প্রেম মানে কষ্ট, প্রেম মানে দুঃখ
প্রেম মানে সারা জীবনের কান্না।।