কবিতাঃ- পিতা
🔸কবি- চঞ্চল মিস্তিরী🔸
পিতা হলেন অমূল্য ধন
পিতা আলোর জগৎ
পিতার ছায়ার তলে সবাই
করিয়াছো বসত।।
পিতা হলো সর্বওম
পিতা অঙ্গিকার
পিতার করুন ইতিহাসে
সবাই দিপ্তকার।।
পিতা যে পরিশ্রম ঘাড়
নাহি দেয় বুজিতে
শত কষ্ট বুকে চেপে রেখেও
কথা বলে হাসি মুখেতে।।
পিতার আলোয় ছোট্ট বেলা
রয়েছো সুখেতে
কখনো দেয়নি তবু মুখখানি
কালো করিতে।।
পিতা যে কি ধন
পেয়েছো যে জন
তার মত ভাগ্যো বান
নাই ধরায়ে এমন।।
পিতাকে কখনো করোনা অবহেলা
যদি পারো চিনিতে
বিপদের সময় সঙ্গী সাথী
হবে একজনেতে।।