কবিতাঃ- ছোট্ট শিশু
🔸কবি – চঞ্চল মিস্তিরী🔸
মায়ের কোলে ছোট্ট শিশু
মায়ের দুধ খায়
শোধ দিতে পারিবেনা কোনদিন
মায়ের ঋণ হায়।
মায়ের কোলে হাসে খেলে
মায়ের কোলে কাঁধে
ছোট্ট শিশু কেধে উঠলে
মা সাথে কাঁধে।
মাকে ধরে এক পা এক পা
মায়ের হাতটি ধরে চলতে শেখা
ছোট্ট শিশু বেড়ে ওঠা
মায়ের কোলে খেলা ধূলা।
ছোট্ট শিশু মায়ের জীবন
তাকে ঘিরে মায়ের স্বপন
মায়ের প্রাণ ছোট্ট শিশু
যেমন হোক সেই শিশু
মায়ের কাছে রত্ন।