কবিতাঃ- ঘূর্ণিঝড় আম্ফান
চঞ্চল মিস্তিরী (বাংলাদেশ)
আসছে ধেয়ে ঘূর্ণিঝড় আম্ফান
সে হবে সকল স্থান
নদীতে শুরু হয়েছে তোলপাড়
থাকবে না কোন কূল অবসান।।
নদীর ও এপার ওপার
শুরু হয়েছে হাহাকার
ঘটবে বিস্ময় আঘাত
ঘূর্ণিঝড় আম্ফান ঝংকার।।
পাড় ভেঙে পড়বে নদীতে
শেষ হবে মানুষ
শেষ হবে গাছপালা তরুলতা
কারো না থাকবে হুঁশ।।
ঝোড়ো হাওয়া বইবে বাতাস
হাহাকার এ দেশ
ভেঙে যাবে ঘড় বাড়ি
করে যাবে সব শেষ।।
ছুটবে বাতাস জোড় হাওয়া
সঙ্গে যাবে পানি
পড়বে আবার ঘন বৃষ্টি
মরতে হবে জানি।।
মরবে কেহ ক্ষুধার জ্বালায়
কেহ পানিতে ডুবি
গাছের নিচে ছায়ার তলায়
মরবে চাপায় সবি।।
গ্রীষ্ম এই সময়ে শুরু হয়েছে
ঘুর্নিঝড় আম্ফান
জৈষ্ঠ্যমাসের এই ঋতুতে
পাকাঁ আমের মধুর গ্রান ।।
করোনা টা ভর করেছে
এই সময়ে দেশে,
হাজার মানুষ মৃত্যুর মুখে
করোনা ভাইরাস এর বিষে।।
প্রতিদিনই হাজার রুগী
হচ্ছে নতুন করে,
কোভিড নাইন্টিন ভাইরাস বিষে
প্রতিদিন যাচ্ছে অনেকেই মরে।।
করোনার মাঝে ঘূর্ণিঝড়
আম্ফান এলো,
দেশটা বুঝি শেষের
দিকে গেলো,
দুই ভাইরাসের ভয় এক হল,
আতঙ্কেই অনেকের প্রাণ গেলো,,,,,,,,,।।।।।।