কবিতাঃ- ঘুর্ণিঝড় বুলবুল
কবি – চঞ্চল মিস্তিরী
আসছে গেয়ে ঘুর্ণিঝড় বুলবুল
সে হবে সব কূল
নদীতে শুরু হয়েছে তোলপাড়
থাকবে না কোন কূল।।
নদীর ও এপার ওপার
শুরু হয়েছে হাহাকার
ঘটবে বিস্ময় আঘাত
ঘুর্ণিঝড় বুলবুল ঝংকার।।
পাড় ভেঙে পড়বে নদীতে
শেষ হবে মানুষ
শেষ হবে গাছপালা তরুলতা
কারো না থাকবে হুঁশ।।
ঝোড়ো হাওয়া বইবে বাতাস
হাহাকার এ দেশ
ভেঙে যাবে ঘড় বাড়ি
করে যাবে সব শেষ।।
ছুটবে বাতাস জোড় হাওয়া
সংঙ্গে জাবে পানি
পড়বে আবার ঘন বৃষ্টি
মরতে হবে জানি।।
মরবে কেহ ক্ষুধার জ্বালায়
কেহ পানিতে ডুবি
গাছের নিচে ছায়ার তলায়
মরবে চাপায় সবি।।
হেমন্তের শীতে শুরু হয়েছে
ঘুর্নিঝড় বুলবুল
ঘোলায় তুলবে পাকা ফসল
কৃষক এর নেই কোন কূল।।