প্রবীর মণ্ডল ,পূর্ব বর্ধমান :- বিভিন্ন বুথেই সকাল থেকে লম্বা লাইন চোখে পড়ার মতো। সব বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা তো দেখেছি এখন চতুর্থ দফাতেও দেখছি সকাল সকাল ভোট দিতে আগ্রহী বেশির ভাগী ভোটারা। কড়া নিরাপত্তায় শুরু হলো ভোটগ্রহণ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন।পূর্ব বর্ধমানে গাংপুর এলাকায় ভোটগ্রহণপর্ব শুরু হয়ে গিয়েছে এবং দীর্ঘ লাইন সাত সকালে দেখা যাচ্ছে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের। নতুন ভোটারদের আগ্রহী চোখে পড়ার মতোন। আবার, বয়স্ক এবং যারা হাঁটতে চলতে পারে না তাদের জন্য টোটোর ব্যবস্থা করা হয়েছে। সকাল সকাল ভোটের লাইনে বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।