সনাতন গরাই, দুর্গাপুর :- কাঁকসার বিস্তীর্ন অংশে চুরি ছিনতাই এর উপদ্রপে নাজেহাল সাধারণ মানুষ। ফের পনাগড় বাজারে মদের দোকানে তালা ভেঙে চুরি নগদ ১০হাজার টাকা ও কিছু মদের বোতল।
দোকানের ম্যানেজার চন্দন গরাই জানান, ভাড়া বাড়ির মালিক সকালে ফোন করে জানান মদের দোকানের গ্রিল ভাঙা হয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে পরে আছে মদের বোতল। খবর পেয়ে এসে দেখি দোকানের ক্যাশ কাউন্টার থেকে নগদ ১০হাজার টাকা ও কিছু মদের বোতল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ এসে পুরো বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।